কি হচ্ছে এসব বগুড়ার শেরপুরে? নিজ বাড়ির দড়জায় যুবককে ফিল্মি স্টাইল কুপিয়ে হত্যা

What is happening in Bogra Sherpur? A young man was hacked to death on the doorstep of his house

কি হচ্ছে এসব বগুড়ার শেরপুরে?  নিজ বাড়ির দড়জায়  যুবককে ফিল্মি স্টাইল কুপিয়ে হত্যা

জাকির হোসেন রণি, উত্তরঞ্চলীয় অফিসঃ

সর্বহারাদের দৌড়াত্ব, মাদকের কড়াল থাবা আর খুন এই কয়ে মিলে বগুড়ার শেরপুর হয়ে উঠছে এক ভয়ংকর কিলিং জোন। অতি দ্রুততার সাথে এর লাগাম টেনে না ধরা গেলে অতি অল্প সময়ে এই এলাকা হয়ে উঠবে অনিরাপদ আবাসযোগ্য জায়গা। নিজ বাড়ির দড়জায় কুপিয়ে হত্যার শিকার হতে হলে এরচেয়ে অসহায় অবস্থা একজন মানুষের জন্য আর কি হতে পারে?

সর্বহারাদের দৌড়াত্ব, মাদকের কড়াল থাবা আর খুন এই কয়ে মিলে বগুড়ার শেরপুর হয়ে উঠছে এক ভয়ংকর কিলিং জোন। অতি দ্রুততার সাথে এর লাগাম টেনে না ধরা গেলে অতি অল্প সময়ে এই এলাকা হয়ে উঠবে অনিরাপদ আবাসযোগ্য জায়গা। নিজ বাড়ির দড়জায় কুপিয়ে হত্যার শিকার হতে হলে এরচেয়ে অসহায় অবস্থা একজন মানুষের জন্য আর কি হতে পারে?ইদানিং কালে বগুড়ার শেরপুরের চরম মাদক এলাকা হয়ে উঠছে জেলার সীমান্তবর্তী বাসাবাড়ি বাজার এলাকা। অনিয়ন্ত্রিত ও অপরিচিত মানুষের আনাগোনা সর্বদাই ভীত করে তুলছে স্থানীয় মানুষদের। এরই মাঝে দুর্বৃত্তরা ফরিদুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে পাশ্ববর্তী ভবানীপুর এলাকায়। ২০২১ ইং সালের ৫ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্ব পাড়া গ্রামে ফরিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যা করে তার ব্যবহৃত ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেলটি দুর্বৃত্তরা নিয়ে পালিয়ে যায় । নিহত ফরিদুল ইসলাম ভবানীপুর ইউনিয়নের ইতালি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম ছোনকা বাজারে তার রড, সিমেন্টের দোকানে বিক্রয় শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ডাক দেয়। গেটের সামনে দাড়ানো দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তার ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের ধরতে চেষ্টা চলছে। এলাকাবাসীর দাবী গোয়েন্দা পুলিশের নজরদারী বৃদ্ধি করে অতিদ্রুত এই এলাকার উগ্রপন্থী ও সর্বহারা নিয়ন্ত্রন করতে না পারলে অল্প সময়ে এই এলাকা মাদক ও কিলিং জোন হয়ে উঠতে পারে। এই বিষয়ে বগুড়া জেলার সকল পুলিশ বিভাগের প্রতি মানবিক আবেদন জানিয়েছে এলাকার সুশীল সমাজ।

ক্রাইম ডায়রি//জেলা