আইনী সহায়তা নেয়ার কথা বলে বাসায় নিয়ে আইনজীবীকে ফাঁদে ফেলে টাকা আদায়ের চেষ্টাঃ নারীসহ আটক ২

Two people, including a detained woman, tried to extort money by trapping a lawyer for taking legal help

আইনী সহায়তা নেয়ার কথা বলে বাসায় নিয়ে আইনজীবীকে ফাঁদে ফেলে টাকা আদায়ের চেষ্টাঃ নারীসহ আটক ২

জুয়েল মাঝি, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

অবশেষে গ্রেফতার করা হয়েছে ভয়ংকর প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে। সমাজের এলিট শ্রেণির সম্মানিত লোকদের বিভিন্ন ফাঁদে ফেলে টাকা আদায় ও অশ্লীলতার ভান করে ছবি তুলে সেই ছবি দিয়ে ব্ল্যাক মেইলিং করাই তাদের পেশা। সম্প্রতি, তারা এক আইনজীবীকে আটকে রেখে মারধর ও টাকা দাবি করে প্রতারক তরুন ও তরুনী।  এই অভিযোগে চট্টগ্রামে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে আইনজীবীকে উদ্ধার করা হয়েছে । আটককৃত  দু'জন হলেন- জোবাইদা সুলতানা হীরা ওরফে সোনিয়া (২১) ও মো. ইমরান (৩২)।

জানা গেছে, সংঘবদ্ধ চক্রের সদস্য।  বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে  লোকজনকে আটকে ‘অশ্লীল’ ছবি তুলে মারধর ও টাকা আদায় করার অভিযোগ রয়েছে । জানা গেছে,  ২০১৩ সালে এভাবে এক ব্যক্তিকে আটকে মারধরের কারণে ওই লোক মারা গিয়েছিলেন। সে মামলায় জোবাইদা দুই বছর কারাগারেও ছিলেন।ডবলমুরিং থানার ওসি সাংবাদিকদের জানান, এই চক্রের দলনেতা রুনা নামে আরেক নারী।  পুলিশ তাকে খুঁজছে বলে তিনি জানিয়েছেন।

অবশেষে গ্রেফতার করা হয়েছে ভয়ংকর প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে। সমাজের এলিট শ্রেণির সম্মানিত লোকদের বিভিন্ন ফাঁদে ফেলে টাকা আদায় ও অশ্লীলতার ভান করে ছবি তুলে সেই ছবি দিয়ে ব্ল্যাক মেইলিং করাই তাদের পেশা। সম্প্রতি, তারা এক আইনজীবীকে আটকে রেখে মারধর ও টাকা দাবি করে প্রতারক তরুন ও তরুনী।  এই অভিযোগে চট্টগ্রামে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ

ঘটনাসুত্রে জানা যায়, প্রতারক জোবাইদা এপ্রিল ২৯,২০২১ ইং বৃহস্পতিবার  হাবিবুর রহমান আজাদ নামে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে সোনিয়া পরিচয়ে ফোন করে আইনি সহায়তার পেতে মৌলভীপাড়ায় ইউসুফ হাজী ভবনের একটি বাসায় ডেকে আনে। 

ঐ বাসা ঢোকার পর পরই প্রতারনার সহযোগী  ইমরানসহ আরও তিনজন ঢুকে দরজা আটকে দেয়। তারা ২০ হাজার টাকা দাবি করে আজাদের কাছে। টাকা দিতে না পারায় তাকে মারধর করে। আইনজীবী আজাদ ঘটনাটি কৌশলে পুলিশকে জানালে ঐ বাসায় অভিযান চালিয়ে আইনজীবীকে উদ্ধারসহ প্রতারকদের আটক করা হয়। 

পুলিশ জানায় অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সটকে পড়লেও পুলিশ জোবাইদাকে আটক করে থানায় নিয়ে আসে। জোবাইদার তথ্য মতে ঐ বাসায় যারা ছিলেন তাদের নাম ইমরান, জাহেদ ও রিয়াজ। পরে মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এই ঘটনায় আইনজীবী আজাদ বাদী হয়ে ডবলমুরিং থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। 

উল্লেখ্য যে, ২০১৩ সালে ইপিজেড এলাকায় এক ব্যক্তিকে একটি বাসায় আটকে মারধরে সে মারা যায়। ওই হত্যা মামলায় জোবাইদা গ্রেপ্তার হয়ে দুই বছর কারাগারে ছিল। এদের একটি বড় গ্যাং মহানগরীতে সক্রিয়।  যার নেতৃত্ব দেয় একজন নারী। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানা গেছে।। 

ক্রাইম ডায়রি // ক্রাইম