লেখকের মৃত্যু রহস্য তদন্ত করে দ্রুত উন্মোচন করা হবে-- ওবায়দুল কাদের এমপি

The mystery of the author's death will be investigated and revealed soon - Obaidul Quader MP

লেখকের মৃত্যু রহস্য তদন্ত করে দ্রুত উন্মোচন করা হবে-- ওবায়দুল কাদের এমপি

সরকারী বাসভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, লেখক মুশতাকের মৃত্যুর বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যু রহস্য উন্মোচিত হবে। তদন্তাধীন ইস্যুতে একটি কুচক্রী মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে তিনি জানান

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

গণমুখী লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, তদন্তের মাধ্যমে এই মৃত্যুর রহস্য উন্মোচিত হবে। 

সরকারী বাসভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, লেখক মুশতাকের মৃত্যুর বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যু রহস্য উন্মোচিত হবে। তদন্তাধীন ইস্যুতে একটি কুচক্রী মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে তিনি জানান। 

ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানান ওবায়দুল কাদের। 
তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা মানে এই নয় যে যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার থাকবে।
অন্যের মতামতকে সম্মান জানানো স্বাধীন মতপ্রকাশের সীমানাভুক্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এই আইনের ব্যবহার নিয়ে।
কোনো ব্যক্তি বা সংস্থা যাতে এ আইনের অপব্যবহার করতে না পারেন, সেদিকে নজর রাখা জরুরি বলেও মনে করেন ওবায়দুল কাদের। 

ক্রাইম ডায়রি /// জাতীয়