বিদেশে টাকা পাচারকারীদের আপডেট তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট

The High Court wanted to know the updated information of money launderers abroad

বিদেশে টাকা পাচারকারীদের আপডেট তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট

ক্রাইম ডায়রি ডেস্কঃ

দূর্নীতি করে অর্থ ইনকাম করে সেই অর্থ বিদেশ পাচার করে নিরাপদ হওয়ার চেষ্টার দিন শেষ।। প্রশাসন এখন কঠোর অবস্থানে। বঙ্গবন্ধুর অসংখ্য ভাষণে অন্যায়, দূর্নীতি ও ঘুষের বিরুদ্ধে অবস্থান ছিল সুস্পষ্ট।  তারই সুযোগ্য উত্তরাধিকার বঙ্গকন্যা শেখ হাসিনা সকল অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। সুযোগ্য ও ন্যায়পরায়ণ বিচারকেরাও এখন সোনার বাংলা গড়ার গর্বিত কারিগর। ফলশ্রুতিতে দেশের সকল অবস্থায় তারা ভালমন্দ জানতে চান। সম্প্রতি হাইকোর্ট বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে পরবর্তী তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।  অর্থ পাচার বিষয়ে দুদকসহ কয়েকটি রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদন দাখিলের পর বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আরও শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দেয় দুদক ও রাষ্ট্রের অন্যান্য পক্ষ। এ সময় প্রতিবেদনে পুরোনো তথ্য থাকায় দুদকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন আদালত।

আদালত সকল তথ্য-উপাত্ত দেখে বলেন, ‘এখানে ২২ অক্টোবর,২০২০ইং হাইকোর্টের দেয়া আদেশের পরের কোনো আপডেট তথ্য নেই। তাই আদালত বলেছেন, আমরা অর্থ পাচারকারীদের নাম জানতে চাই। আপনারা নতুন নাম বলুন। সম্রাট তো কারাগারেই আছেন, আর নতুন করে অন্যান্য কারা জড়িত তাদের নাম বলুন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও দুদক মাত্র ৪১ কোটি টাকা আদায় করতে পেরেছে। দেশের ১৮ কোটি মানুষ, তাদের মধ্যে গুটিকয়েক মানুষ অর্থ পাচার করে। তাদের সবার জানার অধিকার আছে। আমরা অর্থ পাচারকারীদের নাম-ঠিকানা জানতে চাই।’ এই বলে আদালত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

ক্রাইম ডায়রি //আদালত