পরীক্ষামূলক মেট্রোরেল চলল আজঃরবিবার হতে যাত্রা শুরু

"দেশের গর্ব মেট্রোরেল। রাজধানীর নতুন রুপ দেখলে হতবাক হবেন দেশবাসী। জটবিহীন যাত্রায় নতুনত্ব আসবে,কর্মে আনবে নতুন গতি।"

পরীক্ষামূলক মেট্রোরেল চলল আজঃরবিবার হতে যাত্রা শুরু

The experimental metrorail went on today:The journey starts from Sunday

মোঃ শাহীন আলমঃ

দেশের প্রথম ও দেশবাসীর গর্ব মেট্রোরেল।  আগষ্ট  ২৯,২০২১ইং রবিবার দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে । চালু হবার দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে আগষ্ট ২৭,২০২১ইং শুক্রবার নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল করে।

সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে মহানগরীর বুকে। মেট্রোরেল কর্তৃপক্ষ ও প্রতক্ষ্যদর্শীরা বলছেন চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। চলাচলরত পথচারীরা হতবাক হয়ে একনজর দেখার জন্য উর্দ্ধপানে তাকিয়ে ছিলেন। এতে উড়ালপথের নিচে ভীর জমে যায়।

মেট্রোরেল প্রজেক্টের সুযোগ্য ম্যানেজার এবিএম আরিফুর রহমান ক্রাইম ডায়রিকে জানান, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল দিয়াবাড়ি ডিপো হতে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চালানো হয়েছে । মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে যাত্রা শুরুর দিন রবিবার কোনো ধরনের সমস্যা না হয়।   

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের পর্যন্ত  মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছে নয়টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে নিরবচ্ছিন্ন কাজ ও  প্রস্ততি চলেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।  

বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশবাসীর প্রতি এই উপহার পুরো দেশবাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। দৃশ্যমান এই উন্নয়ন আওয়ামীলীগ সরকারকে আরও একধাপ এগিয়ে দিবে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।

ক্রাইম ডায়রি // জাতীয়