স্বপ্ন এখন বাস্তবঃ জয়ের আনন্দে পুরো জাতীঃশেখ হাসিনাকে অভিনন্দন

The dream is now a reality: the whole nation is happy with the victory. Congratulations to Sheikh Hasina

স্বপ্ন এখন বাস্তবঃ জয়ের আনন্দে পুরো জাতীঃশেখ হাসিনাকে অভিনন্দন

শরীফা আক্তার স্বর্নাঃ 

করোনা মহামারীর জন্য একটু সময় লাগলেও ২০২২ সালে মাঝামাঝি সময়ে উম্মুক্ত হবে পদ্মা সেতু বলে জানা গেছে।  খুলনা ও বরিশাল বিভাগসহ ২১ জেলার ৩ কোটি মানুষের ঢাকায় যাতায়াত সহজ ও দ্রুতগতির হবে।

 আর স্বপ্ন নয়, বাস্তবে দৃশ্যমান। হ্যা, পদ্মা সেতুর কথাই বলছি।। এ জয় পুরো দেশের জন্য গৌরবের। "সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।" আর এই জয়ের মহানায়ক বঙ্গকন্যা শেখ হাসিনার প্রতি পুরো জাতীর অভিনন্দন।  

ডিসেম্বর ১০,২০২০ইং বৃহস্পতিবার ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর মূল অবকাঠামো। এদিন বেলা ১২টা ২ মিনিটে মূল নদীতে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ‘টু-এফ’ স্প্যানটি বসানোর কাজ শেষ করা হয়। দৃশ্যমান হলো পদ্মা সেতু,দৃশ্যমান হয়েছে পুরো বাংলাদেশ। উন্নত জাতীর তালিকায় উঠতে আর সামান্য কটা দিন।। শেখ হাসিনা এই কৃতিত্বের দাবীদার। এই আনন্দে আত্নহারা পদ্মাসেতুর নির্মান সংশ্লিষ্টরা। কেউ জাতীয় পতাকা নাড়িয়ে ও গায়ে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

সর্বশেষ স্প্যানটির দু'পাশে ছিল বাংলাদেশ ও চীনের পতাকা। লাল ব্যানারে পাশাপাশি বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় লেখা ‘বহু বছরের প্রচেষ্টায় দেশি-বিদেশি জনশক্তির শ্রমের বিনিময়ে স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তব। সেতুর ৪১টি ইস্পাতের তৈরি স্প্যান সোনার বাংলার উত্তর ও দক্ষিণ অঞ্চলকে সংযুক্তির মাধ্যমে চীন ও বাংলাদেশের বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখবে। পদ্মা নদীর বুক চিড়ে দাঁড়িয়ে গেল ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সবচেয়ে বড় সেতু। সংযুক্ত হল মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্ত। শিক্ষণীয় হয়ে রইল পুরো বিশ্বের নিকট। কারো কোন দান কিংবা অর্থায়ন ছাড়াই ৩০ হাজার ১৯৩ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের সাহস অর্জন করেছে বাংলাদেশ। অপেক্ষা শুধু গাড়িতে চড়ে সেতু পার হবার।

করোনা মহামারীর জন্য একটু সময় লাগলেও ২০২২ সালে মাঝামাঝি সময়ে উম্মুক্ত হবে পদ্মা সেতু বলে জানা গেছে।  খুলনা ও বরিশাল বিভাগসহ ২১ জেলার ৩ কোটি মানুষের ঢাকায় যাতায়াত সহজ ও দ্রুতগতির হবে। 

ক্রাইম ডায়রি // জাতীয়