রাজধানীতে যাত্রীকে বাস হতে ফেলে দিল বাসের হেলপারঃ বাস আটক

The bus helper left the passenger in the bus in the capital - the bus was detained

রাজধানীতে যাত্রীকে বাস হতে ফেলে দিল বাসের হেলপারঃ বাস আটক

রাজধানী প্রতিনিধিঃ

পরিবহনে স্বেচ্ছাচারী মনোভাব নতুন কিছু নয়।। কিন্তু ইদানিং কালে প্রকট আকার ধারন করেছে এই সমস্যার।।সিটিং সার্ভিসের কথা বলে লোকাল যাত্রী পরিবহন করলেও ভাড়ার বেলায় কোন ছাড় নেই।। ভয়াবহ রকম বিরক্তি নিয়ে চলাচল করতে হয় যাত্রীদের।। যাত্রী তোলার জন্য যত্রতত্র দাঁড়ালেও নামানোর সময় ঝুঁকি নিয়ে রাস্তার মাঝে জোরপূর্বক  নামিয়ে দেয়া এখন নৈমিত্তিক ঘটনা।। এই দূরাবস্থার চরম বহিঃপ্রকাশ হলো যাত্রীদের সাথে কর্কশ আচরন ও গাঁয়ে হাত তোলা।সম্প্রতি, রাজধানীর রামপুরায় নির্ধারিত স্ট্যান্ডে না নামানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বাস থেকে ইউসুফ (৩৫) নামের এক যাত্রীকে ফেলে দিয়েছে ভিক্টর পরিবহনের হেলপার। অক্টোবর ৪, ২০২০ইং বুধবার বিকেলে আনুমানিক সাড়ে চারটার দিকে রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।  গুরুতর আহতাবস্থায় ওই যাত্রীকে প্রথমে রামপুরা বেটার লাইফ হাসপাতালে ও  সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তবে আহত ওই যাত্রীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।  তার অবস্থা আশঙ্কাজনক।  এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি আটক করা হয়েছে। ঘটনার ঘটার পর বাসের যাত্রীরা হেলপার ও চালককে আটক করে। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

যাত্রী সূত্রে জানা গেছে, যাত্রী ইউসুফ তাকে রামপুরা বাজারে নামিয়ে দিতে বললে ভিক্টর বাসটির হেলপার জানায় সামনের স্ট্যান্ডে নামাবে।  এ নিয়ে ইউসুফ ও হেলপারের মধ্যে কথা কাঁটাকাঁটি শুরু হয়।  বাসটি উলন রোডের সামনে গেলে যাত্রী  ইউসুফকে মারধর করে হেলপার।  এ সময় বাসে থাকা অন্য যাত্রীরা প্রতিবাদ করলে আরেক যাত্রীকেও মারধর করে হেলপার। একপর্যায়ে ইউসুফকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেলপার। 

হাতিরঝিল থানার এসআই মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, যাত্রীকে নির্ধারিত স্ট্যান্ডে না নামিয়ে অন্য স্ট্যান্ডে নামতে বলায় ঘটনার সূত্রপাত হয়।  এক পর্যায়ে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্টর পরিবহনের বাসটি আটক করে। কিন্তু পরিস্থিতি বুঝে বাস স্টাফরা পালিয়ে গেলে চালক ও হেলপারকে আটক করাা সম্ভব হয়নি বলে জানা গেছে। 

ক্রাইম ডায়রি//রাজধানী