করোনা মোকাবেলায় কঠোর সরকারঃ মাস্ক না পড়লে জড়িমানা পাঁচশর জায়গায় এক হাজার কিংবা পাঁচ হাজার

Strict government to deal with corona: If the mask is not worn, the fine is one thousand or five thousand instead of five hundred

করোনা মোকাবেলায় কঠোর সরকারঃ মাস্ক না পড়লে জড়িমানা পাঁচশর জায়গায় এক হাজার কিংবা পাঁচ হাজার

জাকির  হোসেন রণিঃ

মাস্ক না পরায় গতকাল কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় গতকাল ৩৭টি জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই পরিস্থিতি আরও এক সপ্তাহ দেখা হবে। এরপর আরও শক্ত অবস্থান নেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, জরিমানা ৫০০ বা ১ হাজারের জায়গায় ৫ হাজার টাকা হতে পারে, দেখা যাক। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশি করে মাস্ক সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। 

মাস্ক ব্যবহারে বারবার সচেতন করা সত্বেও যেন তোয়াক্কাই করছেনা একশ্রেণীর মানুষ। করোনার দ্বিতীয় আঘাত আসার আগেই প্রস্তুতি হিসেবে সরকার জনগনকে বারবার সাবধান করছে এবং মাস্ক পড়াকে বাধ্যতামূলক করেছে। তারপরও পথে বের হলে দেখা যাচ্ছে সিংহভাগ লোকই মাস্ক ব্যবহার করছেন না। কি পরিবহন, কি অফিস আদালত কিংবা কি পথ ঘাট? কোথায় কেউ মানছেনা নিয়ম। ভ্রাম্যমাণ আদালতে জড়িমানা করা হলেও সতর্ক হয়নি অনেক মানুষ । ফলে করোনা সংক্রমণ রোধে মানুষকে মাস্ক পরার জন্য বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে (ফোর্স করা) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হোক কাজে আসবে না। বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশ দেশ ও জনগনকে বাঁচানোর জন্যই। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশ ও সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে বলেন, বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন, মাস্ক না পরায় গতকাল কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় গতকাল ৩৭টি জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই পরিস্থিতি আরও এক সপ্তাহ দেখা হবে। এরপর আরও শক্ত অবস্থান নেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, জরিমানা ৫০০ বা ১ হাজারের জায়গায় ৫ হাজার টাকা হতে পারে, দেখা যাক। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশি করে মাস্ক সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। 

ক্রাইম ডায়রি/// আদালত//জাতীয়