চসিক নির্বাচনে গোলাগুলিঃ নিহত আওয়ামীলীগ সমর্থক কাউন্সিলরের কর্মী

Shots fired in Chasik election: Killed Awami League supporter councilor's worker

চসিক নির্বাচনে গোলাগুলিঃ নিহত আওয়ামীলীগ সমর্থক কাউন্সিলরের কর্মী

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ রাত দশটার দিকে সাংবাদিকদের জানিয়েছেন,মহানগরীর  মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও একই দলের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়।

চট্টগ্রাম বিভাগীয় ব্যূরোঃ

সারাদেশ তাকিয়ে ছিল ( চসিক) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিকে। জানুয়ারী ১২, ২০২১  ইং মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী মগপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।  আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহতের নাম আজগর আলী বাবুল (৫৫)। আহতরা হলেন- মো. মাহবুব ও অলি উদ্দিন। তিনজনই গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।  পুলিশ জানিয়েছে, নিহত আজগর আলী ও মাহবুব ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক ।। অপরজন পথচারী। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ রাত দশটার দিকে সাংবাদিকদের জানিয়েছেন,মহানগরীর  মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও একই দলের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন উপস্থিত গণমাধ্যম কর্ম ীদেরকে বলেন, গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে আজগর ও মাহবুবকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজগরের মৃত্যু হয়। প্রতিপক্ষ দলের লোকেরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নোটঃ সকল প্রকার অনিয়ম ও অপরাধের খবর জানাতে এবং জানতে ক্রাইম ডায়রির সাথেই থাকুন। ভিজিট করুন আমাদের সকল নিউজ সাইটে। পত্রিকার জন্য হকারকে বলুন।।

ক্রাইম ডায়রি// মহানগর