রক্ষকই যখন ভক্ষকঃ মাগুরা এসপি অফিসের টাকা জালিয়াতির অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

Saver when the eater: Magura SP office money fraud allegations against the constable

রক্ষকই যখন ভক্ষকঃ মাগুরা এসপি অফিসের টাকা জালিয়াতির অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

মাগুরা সংবাদদাতাঃ

রক্ষক যখন ভক্ষক হয় তখন আসলেই কিছু করার থাকেনা। সম্প্রতি এমনই একটি ঘটনা ধরা পড়েছে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে।। জানা গেছে,  পুলিশ সুপারের কার্যালয়ের চেক জালিয়াতির মাধ্যমে অন্তত দুই কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৮৮৩ টাকা আত্মসাত করা হয়েছে। বিগত বছরের জুলাই থেকে এ পর্যন্ত একটি চক্র এই টাকা হাতিয়ে নেয়ার ঘটনাটি ঘটেছে।

রক্ষক যখন ভক্ষক হয় তখন আসলেই কিছু করার থাকেনা। সম্প্রতি এমনই একটি ঘটনা ধরা পড়েছে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে।। জানা গেছে,  পুলিশ সুপারের কার্যালয়ের চেক জালিয়াতির মাধ্যমে অন্তত দুই কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৮৮৩ টাকা আত্মসাত করা হয়েছে। বিগত বছরের জুলাই থেকে এ পর্যন্ত একটি চক্র এই টাকা হাতিয়ে নেয়ার ঘটনাটি ঘটেছে ।  ৩ বছর আগ হতে হওয়ায় সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলা হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা যায়, এসপি অফিসের কনস্টেবল  মশিউর রহমান (কং-৬৫৮) ২০১৬ সাল থেকে ক্যাশ সরকার হিসেবে নিযুক্ত আছেন। তিনি পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরতদের বেতন, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ডসহ সব ধরনের বিল-ভাউচার হিসাবরক্ষণ অফিসে জমা, চেক গ্রহণ এবং সোনালী ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতেন।

সেই সুযোগে গত মাসের ৩০ তারিখে মশিউর রহমান হিসাবরক্ষণ অফিসের অডিটর জাহাঙ্গীর হোসেন শিকদারের ড্রয়ার থেকে দুটি ব্ল্যাঙ্ক চেক চুরি করেন। বিষয়টি বুঝতে পেরে মশিউরের কাছ থেকে চেক দুটি উদ্ধার করা হয়। কিন্তু ওই চেকে ইচ্ছামাফিক নাম এবং অর্থের পরিমাণ বসানো হয়েছিল। পরে চেক দুটির অনুকূলে ব্যবহৃত টোকেন নম্বর, অর্থের পরিমাণ এবং অ্যাডভাইস পেপার যাচাইকালে বড় মাপের জালিয়াতি ধরা পড়ে। ঘটনার পর শুরু হয় তোলপাড় ও যাচাই-বাছাই।  জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে জানা যায়, বিগত সময়ে পুলিশ অফিসের নির্ধারিত কোডে পরিশোধিত বিভিন্ন চেক যাচাই-বাছাই করতে গিয়ে মাগুরা জেলা হিসাবরক্ষণ অফিস কনস্টেবল মশিউর রহমানের চেক জালিয়াতির আরও অনেক তথ্য-প্রমাণ পায়। দেখা যায়, কনস্টেবল মশিউর মাগুরা পুলিশ অফিসের কোডের অনুকূলে পরিশোধিত ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৪৮৩ টাকা আজমল মুন্সি নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা করেছেন। পশুচিকিৎসক এই আজমল মুন্সির বাড়ি কনস্টেবল মশিউরের বাড়ির এলাকায় নড়াইলের মহাজনপাড়ায়। এ ছাড়া ফিরোজ হোসেন নামে অপর এক কনস্টেবলের অ্যাকাউন্টে ১৯ লাখ ৯৯ হাজার ২শ’ টাকা এবং জনৈক রুকাইয়া ইয়াসমিন বিচিত্রা নামে অপর একজনের অ্যাকাউন্টে ৪৯ লাখ ৪৯ হাজার ৪শ’ টাকা জমা করা হয়েছে বলে জানা যায়।  অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // ক্রাইম