প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রী বিক্রিঃ অভিযোগের তীর হেডমাষ্টারের দিকে

মানুষের জীবনের প্রথম কারিগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরবর্তী জীবনে বহু বিদ্যালয়ে পড়াশোনা করলেও প্রাথমিক বিদ্যালয়কে মানুষ কখনও ভুলতে পারেনা। কারন কোমলমতিদের মাথায় প্রথমে যে শিক্ষাটা গেঁথে যায় সেটা ভোলা খুবই দুরুহ ব্যাপার। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন অন্যায় বা দূর্নীতিতে জড়িয়ে পড়লে তার পরিণাম হতে পারে অনেক ভয়াবহ। আবার গ্রাম্য রাজনীতির শিকার হচ্ছেন কিনা সে বিষয়েও যথেষ্ট নজর দেয়া দরকার।

প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রী বিক্রিঃ অভিযোগের  তীর হেডমাষ্টারের দিকে

মানুষের জীবনের প্রথম কারিগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরবর্তী জীবনে বহু বিদ্যালয়ে পড়াশোনা করলেও প্রাথমিক বিদ্যালয়কে মানুষ কখনও ভুলতে পারেনা। কারন কোমলমতিদের মাথায় প্রথমে যে শিক্ষাটা গেঁথে যায় সেটা ভোলা খুবই দুরুহ ব্যাপার। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন অন্যায় বা দূর্নীতিতে জড়িয়ে পড়লে তার পরিণাম হতে পারে অনেক ভয়াবহ। আবার গ্রাম্য রাজনীতির শিকার হচ্ছেন কিনা সে বিষয়েও যথেষ্ট নজর দেয়া দরকার।

সাহিদুজ্জামান চৌধুরী,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

মানুষের জীবনের প্রথম কারিগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরবর্তী জীবনে বহু বিদ্যালয়ে পড়াশোনা করলেও প্রাথমিক বিদ্যালয়কে মানুষ কখনও ভুলতে পারেনা। কারন কোমলমতিদের মাথায় প্রথমে যে শিক্ষাটা গেঁথে যায় সেটা ভোলা খুবই দুরুহ ব্যাপার। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন অন্যায় বা দূর্নীতিতে জড়িয়ে পড়লে তার পরিণাম হতে পারে অনেক ভয়াবহ। আবার গ্রাম্য রাজনীতির শিকার হচ্ছেন কিনা সে বিষয়েও যথেষ্ট নজর দেয়া দরকার।

সম্প্রতি,কুমিল্লা জেলার লালমাই উপজেলার অন্তর্গত উত্তর পেরুল ইউনিয়নের আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি গোপনে স্কুলের পুরনো সামগ্রী বিক্রি করেছেন বলে জানা গেছে। প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গত রোববার ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য রিপন সিংহ লালমাই উপজেলা ও কুমিল্লার শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

তিনি বিদ্যালয়ের সাত শিক্ষক অ্যাডহক কমিটির সভাপতি সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল ও অ্যাডহক সদস্যকে না জানিয়ে একক সিদ্ধান্তে বিক্রীত অর্থ আত্মসাৎ করেন। প্রধান শিক্ষক গত ১ এপ্রিল ২০১৯ যোগদানের পর থেকে যাবতীয় সব কাজ, যেমন ক্ষুদ্র মেরামত সরকারি বরাদ্দের কাজ বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে নিজেই করে থাকেন যে ব্যাপারে তাকে কেউ জিজ্ঞেস করতে পারেনা।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃপক্ষের অনুমতিবিহীন গত ৯ ও ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের ৩০ বছরের জমাকৃত আসবাবপত্র, পুরনো রড, অ্যাংগেল, পুরনো ভবনের দরজা, জানালাসহ ৩-৪ টন লোহার সামগ্রী, ৫০-৬০ মণ পুরনো বই /নতুন বইখাতা, কাগজপত্রসহ বিদ্যালয়ের বিনোদনের জন্য স্লিপার/দোলনা নির্মাণের জন্য ক্রয় করা ইট, বালু, কংক্রিট সামগ্রী তিন লাখ টাকায় গোপনে বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। 

এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না। এ ছাড়া তিনি সভাপতির স্বাক্ষর জাল করে রেজুলেশন উপজেলায় পাঠান।প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম অর্থ আত্মসাৎ জাল জালিয়াতি সরেজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিযোগকারী রিপন সিংহ।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে  অভিযুক্ত নুরুন্নাহার বেগম স্থানীয় সাংবাদিকদের  বলেন, সহকারী শিক্ষা অফিসার অ্যাডহক কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের মৌখিক পরামর্শে আমি পুরনো সামগ্রী বিক্রি করেছি। কিন্তুু একই প্রশ্নে সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল বলেন, পুরনো সামগ্রী বিক্রির ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিইনি। প্রধান শিক্ষক নিজেই এসব করেছেন।

উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের জানান, আমাকে না জানিয়ে এসব করা হয়েছে ফলে এব্যাপারে আমার  কিছু জানা নেই। তবে  অভিযোগ যেহেতু  পেয়েছি তদন্ত কমিটি করে উপযুক্ত তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি উপজেলার সকল বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের জন্য এটি একটি সতর্কবার্তা বলে উল্লেখ করেন  এবং বলেন উপজেলার কোন বিদ্যালয়ে অনিয়ম দূর্নীতি মেনে নেয়া হবেনা।

ক্রাইম ডায়রি/ক্রাইম