রাইড শেয়ারিং  সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী তোলায় নিষেধাজ্ঞা

Prohibition of picking up passengers on motorcycles through ride sharing service

রাইড শেয়ারিং  সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী তোলায় নিষেধাজ্ঞা
রাজধানীতে বিক্ষোভরত বাইকররা। ছবিঃ সংগৃহীত

ঢাকা কলেজের একজন শিক্ষার্থী (যিনি বাইক চালিয়ে পড়াশোনার ব্যয় নির্বাহ করেন) সাংবাদিকদের বলেন, মহামারি শুরুর পর টিউশনি চলে যাওয়ায় তিনি কিস্তিতে মোটরসাইকেল কেনেন। রাইড শেয়ারিংয়ের আয় দিয়ে এতদিন লেখাপড়ার খরচ চলছিল।  কিন্তু স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে আমাদের সড়কে নামতে দেওয়া হচ্ছে না।  ফলে ঢাকায় থেকে লেখাপড়ার বিষয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এ দৃশ্য পুরো মহানগরীতে অসংখ্য মুখের। অনেকে সংসারও চালান বাইক চালিয়ে।

মহানগর সংবাদদাতাঃ

করোনা মহামারী বেড়ে যাওয়ায় আগের অভিজ্ঞতার আলোকে আরো সতর্ক অবস্থানে সরকার। গণপরিবহনে দুই সিটে একযাত্রীর পাশাপাশি রাজধানী জুড়ে মোটরসাইকেল রাইড শেয়ারিং  সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী তোলার ওপর সরকার  নিষেধাজ্ঞা দেওয়ায় বিক্ষোভ করেছেন চালকরা। এপ্রিল ১,২০২১ইং বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েশ’ মোটরসাইকেল চালক তাদের বাইক সড়কে রেখে বিক্ষোভ করেন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।  পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহবাগ এলাকা অবরোধ করেন রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকরা।

বাইকাররা রাস্তা আটকিয়ে বিভিন্ন জায়গায় স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে তারা ‘হয়রানির’প্রতিবাদ জানাতে থাকেন।ঢাকা কলেজের একজন শিক্ষার্থী (যিনি বাইক চালিয়ে পড়াশোনার ব্যয় নির্বাহ করেন) সাংবাদিকদের বলেন, মহামারি শুরুর পর টিউশনি চলে যাওয়ায় তিনি কিস্তিতে মোটরসাইকেল কেনেন। রাইড শেয়ারিংয়ের আয় দিয়ে এতদিন লেখাপড়ার খরচ চলছিল।  কিন্তু স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে আমাদের সড়কে নামতে দেওয়া হচ্ছে না।  ফলে ঢাকায় থেকে লেখাপড়ার বিষয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এ দৃশ্য পুরো মহানগরীতে অসংখ্য মুখের। অনেকে সংসারও চালান বাইক চালিয়ে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বুধবার এক চিঠিতে রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠানগুলোকে দুই সপ্তাহ মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি অন্যান্য মোটরযানে রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয় চিঠিতে।

ক্রাইম ডায়রি//রাজধানী