হাতিরঝিলে বন্ধ ওভারপাস উন্মুক্ত করার দাবী সাধারণ মানুষের

Ordinary people demanded to open the closed overpass in Hatirjheel

হাতিরঝিলে বন্ধ ওভারপাস উন্মুক্ত করার দাবী সাধারণ মানুষের

 ইমাম বিমান, স্পেশাল ডেস্কঃ

রেষ্টুরেন্ট এর কারনে চলাচলের উপযোগী একটি ওভারপাস রাস্তা বন্ধ বিষয়টি খতিয়ে দেখা দরকার। নাকি অবহেলা।   রেস্টুরেন্টের কারনেই নাকি এই ওভারপাস ব্রিজটি বন্ধ রয়েছে বলে জনগন কানাঘুষা করছে

ঢাকাস্থ হাতিরঝিল এলাকায় প্রতিদিন সহাস্রাধীক লোক পায়ে হেটে শরীর চর্চার কাজটি সারেন। অর্থাৎ সকাল, বিকেল ও সন্ধ্যায় এখানে ব্যায়াম করতে আসেন অসংখ্য  সাধারন মানুষ। তবে এখানে একটি সমস্যার মুখোমুখি হয়েছেন এসব আগুন্তক জনতা। একটি রেষ্টুরেন্ট তাদের চলাফেরাকে সীমিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেষ্টুরেন্ট এর কারনে চলাচলের উপযোগী একটি ওভারপাস রাস্তা বন্ধ বিষয়টি খতিয়ে দেখা দরকার। নাকি অবহেলা।   রেস্টুরেন্টের কারনেই নাকি এই ওভারপাস ব্রিজটি বন্ধ রয়েছে বলে জনগন কানাঘুষা করছে।

হাতিরঝিলে প্রতিদিন হাটতে আসা ওবায়দুল কবির নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত প্রোফাইলে দেয়া ষ্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :- 

" হাতিরঝিল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শুধুমাত্র (SOD) রেস্টুরেন্টের কারনেই কি এখানের ওভারপাস ব্রিজটি বন্ধ?

 সেই প্রথম লকডাউনের সময়  এই ব্রিজটির দুই প্রান্তে বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছিল  এবং অদ‍্যবধি তা বলবৎ আছে। একে তো রেস্টুরেন্টের লোক;  এরপর রয়েছে ওয়াটার বাসের যাত্রী এবং  পথচারীদের যাতায়াত সব মিলে একাকার অবস্থা।অর্থাৎ, আমারা যারা হাঁটতে যাই, এই জায়গায় এসে হিমসিম খেতে হয়। সামাজিক দুরত্ব তো দুরের কথা রীতিমত ধাক্কাধাক্কি করে সামনে এগোতে হয়। তাই পথচারীদের চলাচলের সুবিধার্থে ওভারপাস ব্রিজের দুই প্রান্ত  উম্মুক্ত করে দেয়ার জন‍্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি "।

ক্রাইম ডায়রি // রাজধানী