অনলাইনে অশ্লীলতা বা পর্ণগ্রাফিঃ হুশিয়ার করলেন তথ্য মন্ত্রী

Online pornography or pornography: the information minister warned

অনলাইনে অশ্লীলতা বা পর্ণগ্রাফিঃ হুশিয়ার করলেন তথ্য মন্ত্রী

অনলাইন  ডেস্ক: 

চৌকস ও সাদামনের মানুষ খ্যাত আওয়ামীলীগের চিরতরুন নেতা মাননীয়  তথ্য মন্ত্রী  ডক্টর.হাসান মাহমুদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন প্ল্যাটফর্মগুলোয় অশ্লীল ও পর্ণ কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অক্টোবর ১৩,২০২০ইং  সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সরকার ধর্ষণবিরোধী আন্দোলন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য  ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে এমনটাই  বিএনপির দাবী- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হলো, তাহলে কি এটা বিএনপির পছন্দ হয়নি? এই প্রশ্নই তো দেখা দেয়। আইন সংশোধন বিএনপির পছন্দ হয়নি, এটাই তো তাদের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে। বাংলাদেশে একসময় এসিড নিক্ষেপ বেড়ে গিয়েছিল। যখন কঠোর শাস্তি বিধান রেখে আইন হলো, তখন এসিড নিক্ষেপ কমে গেছে। এখন এসিড নিক্ষেপের ঘটনা প্রায় ঘটেই না। একইভাবে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি রাখার প্রেক্ষিতে এ ধরনের (ধর্ষণ) অপরাধও অনেক কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু আইন সংশোধনের মধ্যেই আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখব না। আমরা জানি বিচার যাতে দ্রুত হয় সেটির ওপরও সরকার গুরুত্ব আরোপ করছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং এন্টারটেইনমেন্ট (বিনোদন) প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধ সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নোগ্রাফির কাছাকাছি যেসব কনটেন্ট আপলোড করা হয়, সেগুলো এই ব্যাধি ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সেগুলোর ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’

ক্রাইম  ডায়রি // জাতীয়