নাটোর ও পাবনায় বিএসটিআইয়ের ঝটিকা অভিযানঃসিলগালা ও জড়িমানা আদায়

বিএসটিআইয়ের মহাপরিচালকের সুদক্ষ নেতৃত্বে সারাদেশে অভিযান পরিচালনা করে অবৈধ প্রতিষ্ঠান ও পন্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কারনে কমে এসেছে অপরাধের পরিমান।

নাটোর ও পাবনায় বিএসটিআইয়ের ঝটিকা অভিযানঃসিলগালা ও জড়িমানা আদায়

এসব অপরাধীরা অনুমোদন ছাড়াই মানহীন পন্য উৎপাদন করে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। রাজশাহী অঞ্চল হতে এসব অবৈধ কারখানা ও মানহীন পন্য উৎপাদন  বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ রাজশাহী বিএসটিআই।  এরই ধারাবাহিকতায় রাজশাহী বিএসটিআইয়ের সুদক্ষ পরিচালক প্রকৌশলী জনাব সেলিম রেজার দিক নির্দেশনায় সহকারী পরিচালক প্রকৌশলী জনাব আসলাম উদ্দিন,সহকারী পরিচালক জনাব দেবব্রত বিশ্বাস এর নেতৃত্বে পাবনা ও নাটোরে বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশে অবৈধভাবে মানহীন ও ভেজাল পণ্য উৎপাদন করে মানুষ ঠকিয়ে বাজারজাত করে আসছে একটি মহল। জনস্বাস্থ্য রক্ষায় ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার নির্দেশে অন্যায়ের সাথে আপোসহীন মনোভাব নিয়ে জনস্বার্থে কাজ করছে পণ্যের মাণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই।  এরই ধারাবাহিকতায় বিএসটিআইয়ের মহাপরিচালকের সুদক্ষ নেতৃত্বে সারাদেশে অভিযান পরিচালনা করে অবৈধ প্রতিষ্ঠান ও পন্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কারনে কমে এসেছে অপরাধের পরিমান। তারপরও কি থেমে থাকে অপরাধীরা??

এসব অপরাধীরা অনুমোদন ছাড়াই মানহীন পন্য উৎপাদন করে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। রাজশাহী অঞ্চল হতে এসব অবৈধ কারখানা ও মানহীন পন্য উৎপাদন  বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ রাজশাহী বিএসটিআই।  এরই ধারাবাহিকতায় রাজশাহী বিএসটিআইয়ের সুদক্ষ পরিচালক প্রকৌশলী জনাব সেলিম রেজার দিক নির্দেশনায় সহকারী পরিচালক প্রকৌশলী জনাব আসলাম উদ্দিন,সহকারী পরিচালক জনাব দেবব্রত বিশ্বাস এর নেতৃত্বে পাবনা ও নাটোরে বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় পাবনা বিসিকে অনুমোদন ছাড়া বিস্কুট,ব্রেড ও লাচ্ছা সেমাই উৎপাদন করায় শ্যামল দই ভান্ডারকে ৫০ হাজার টাকা জড়িমানা করে। সেই সাথে পাবনার মাসিমপুর এলাকায় মেট্টোলজি লাইসেন্স গ্রহন না করে সেমাই বাজারজাত করায় মোহাম্মদ এন্ড কোম্পানিকে ২০ হাজার টাকা জড়িমানা করে। এসময় এই টিমের পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুস সাদাত। এই অভিযানে টিমের অন্য দু'জন সদস্য ছিলেন বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম( সিএম) ও পরিদর্শক আলম পলাশ খান (মেট্রো)। 
এদিকে একই সময়ে নাটোর সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত অবৈধভাবে বিস্কুট, ব্রেড ও কেক পন্যের উৎপদান করায় ফ্রেন্ডস বেকারীকে ২৫  হাজার টাকা জড়িমানা করেন। রাজশাহী বিএসটিআইয়ের সহকারী পরিচালকক( সিএম) জনাব দেবব্রত বিশ্বাস এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন।

অভিযানে টিমের অন্য সদস্যরা হলেন রাজশাহী বিএসটিআই এর কর্মকর্তা  জনাব কাউসার আলী, ফিল্ড অফিসার (সিএম) রাকিবুল হাসান রিপন ও পরিদর্শক (মেট) জনাব আবুল কাশেম।। 

ক্রাইম ডায়রি// আদালত