ঝালকাঠিতে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার  উদ্যোগে মাস ব্যাপী মাস্ক বিতরন ও ক্যাম্পেইন

Monthly Mask Distribution and Campaign at Jhalakathi Dream Fulfilling Social Welfare Organization

ঝালকাঠিতে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার  উদ্যোগে মাস ব্যাপী মাস্ক বিতরন ও ক্যাম্পেইন

ইমাম হোসেন বিমান,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে মানবসেবায় নিয়োজিত জেলার অন্যতম সামাজিক সংগঠন " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) উদ্যোগে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিজয়ের মাস ডিসেম্বর ২০২০ এ মাস ব্যাপী করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন পালিত হচ্ছে। " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) এর মাসব্যাপী ক্যাম্পেইনের মধ্যে শহরের বিভিন্ন জনসমাগম স্থানে করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক পথ সভা, করোনা প্রতিরোধে বিনা মূল্যে মাস্ক বিতরন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বাংলাদেশে বৈশ্বিক মহামারি কোভিড ১৯ এর প্রভাব শুরু হবার পর থেকেই ঝালকাঠিতে মানবসেবায় নিয়োজিত জেলার অন্যতম সামাজিক সংগঠন " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) এর পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক, জনসচেতনতা মূলক লিফলেট ও শহরের বিভিন্ন মসজিদের ওযু খানায় হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করে আসছে। এছাড়াও প্রথম ধাপে লকডাউনে পিছিয়ে পরা মধ্যবিত্ত ৫২৫পরিবারের মধ্যে ২মাস ব্যাপী "৫টাকার কেনাকাটা" শিরোনামে খাদ্য সহায়তা করে। করোনার প্রথম ধাপের কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত রাখতে কোভিড ১৯  তথা করোনা ভাইরাই এর দ্বিতীয়ধাপেও করোনা প্রতিরোধে মাসব্যাপী ক্যাম্পেইনের মধ্যে শহরের বিভিন্ন জনসমাগম স্থানে করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক পথ সভা, করোনা প্রতিরোধে বিনা মূল্যে মাস্ক বিতরন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় সহ ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করছে। আর এ সকল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ঘটিকায় মাস ব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরন ও করোনা প্রতিরোধ ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে প্রত্যেক মসজিদের ওযু খানায় সাবান বিতরন, প্রতিবন্ধী, দিনমজুর শ্রমিক,রিক্সা-ভ্যান চালক সহ বিভিন্ন মানুষের মাঝে মাস্ক বিতরন সহ জুম্মার নামাজের পূর্বে জুম্মার নামাজে আগত মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন একই সাথে মাস্কের সঠিক ব্যাবহার বিধি ও লিফলেট বিতরন করেন।

এ বিষয় মানবসেবায় নিয়োজিত জেলার অন্যতম সামাজিক সংগঠন " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) এর সভাপতি এইচ এম রিয়াজ খান জানান, গত মার্চ মাস থেকে আমরা নিয়মিত এই কর্মসূচি পালন করে আসছি।আমরা ঝালকাঠির বাসীর অনেক সহযোগীতা ও ভালবাসা পেয়েছি। আর,আমরা তাদের এই ভালবাসায় নতুন উদ্দোমে কাজ করার অনুপ্রেরণা পাই, আমরা তাদের ভালবাসা নিয়ে এভাবেই মানবতার সেবায় কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, মানবসেবায় নিয়োজিত জেলার অন্যতম সামাজিক সংগঠন " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) এর মধ্যে "৫টাকার কেনাকাটা" শিরোনামে খাদ্য সহায়তা করে প্রথম আলো কর্তৃক করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্বা উপাধিতে ভূষিত হন। এছাড়াও ঝালকাঠির আইডিয়াল ইউথ এ্যাকশন সোসাইটির পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সম্মামনা স্মারক সহ ঝালকাঠির সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি ।

ক্রাইম ডায়রি // সারা বাংলা