রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির অপসারনে আলটিমেটাম দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো

Left student organizations with ultimatum to remove Rajshahi University VC

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির অপসারনে আলটিমেটাম দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো

জানুয়ারী ১৪ ,২০২১ইং বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ রাবি শাখা এবং রাকসু আন্দোলন মঞ্চের নেতাকর্মীরা।  এ সময় উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ করে রাকসু ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে সিনেট পূর্ণাঙ্গের দাবি জানান তারা।

 রাজশাহী বিভাগীয় অফিসঃ 

উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ বিদ্যাপিঠ  এবং আয়তনে দেশের বড় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা যেমন উত্তরবঙ্গ বাসীর গর্ব তেমনি দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে সুদীর্ঘ সময় ধরে। সম্প্রতি , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার দ্রুত অপসারণ এবং অপসারণ না করা পর্যন্ত সব ধরনের নিয়োগ স্থগিত রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনগুলো। এছাড়া আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার কর্মসূচির হুশিয়ারি দিয়েছে তারা।

জানুয়ারী ১৪ ,২০২১ইং বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ রাবি শাখা এবং রাকসু আন্দোলন মঞ্চের নেতাকর্মীরা।  এ সময় উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ করে রাকসু ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে সিনেট পূর্ণাঙ্গের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশন রাবি সংসদের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, রাবির অনিয়ম ও দুর্নীতি নিয়ে গঠিত ইউজিসির তদন্ত কমিটি সরেজমিন দুই দফা তদন্ত করে উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারসহ বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ২৫টি অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটি ২০ ও ২১ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদনটি জমা দিয়েছে। পরবর্তীতে রেজিস্ট্রার পদত্যাগ করলেও প্রমাণ পাওয়া সত্ত্বেও উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ করার কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না; যা আমাদের আশাহত করেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, দপ্তর সম্পাদক রাকিব হাসান, রাকসু আন্দোলনের মঞ্চের পক্ষে আলহাজ হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে মিলন আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং জ্ঞান বিকাশের প্রাণকেন্দ্র। কিন্তু বিশ্ববিদ্যালয়েই যদি দুর্নীতি চলে এবং দুর্নীতিবাজরাই ক্ষমতায় থাকে তাহলে বিশ্ববিদ্যালয় তার প্রকৃত স্বকীয়তা হারিয়ে ফেলবে। অনিয়ম ও দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা বিশ্ববিদ্যালয় চলতে পারে না; যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট করে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেমন আমরা তা মেনে নিতে পারি না। আমরা আচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি বলে তিনি জানান।

নোটঃ সকল প্রকার অনিয়ম ও অপরাধের খবর জানাতে এবং জানতে ক্রাইম ডায়রির সাথেই থাকুন। ভিজিট করুন আমাদের সকল নিউজ সাইটে। পত্রিকার জন্য হকারকে বলুন।।

ক্রাইম ডায়রি//শিক্ষাঙ্গন