দুষ্কৃতকারীদের হামলায় হাসপাতালে ভর্তি গুরুতর আহত সাংবাদিক রনিঃ থানায় অভিযোগ

Journalist Roni, who was seriously injured in the attack, has lodged a complaint with the police

দুষ্কৃতকারীদের হামলায় হাসপাতালে ভর্তি গুরুতর আহত সাংবাদিক রনিঃ থানায় অভিযোগ

আহতের পরিবার সুত্রে জানা গেছে,  অতর্কিত হামলায় সাংবাদিক জাকির হোসেন রনিকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়   মে' ৭, ২০২১ইং শুক্রবার বিকাল ৪টায় ভুক্তভোগী সাংবাদিক রনির ছোটভাই রাজু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

এরশাদ হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর থানার বেতগাড়ি নিজ গ্রামে ক্রাইম ডায়রির উত্তরাঞ্চল প্রতিনিধি জাকির হোসেন রনি দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন। আহতের পরিবার সুত্রে জানা গেছে,  অতর্কিত হামলায় সাংবাদিক জাকির হোসেন রনিকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়   মে' ৭, ২০২১ইং শুক্রবার বিকাল ৪টায় ভুক্তভোগী সাংবাদিক রনির ছোটভাই রাজু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলেন, একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ রেজাউল করিম (৩৫), জাহিদুল ইসলাম মানিকের ছেলে মোঃ আজিজুল ইসলাম আরিফ (২১), মৃত ফজল করিমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম মানিক (৬০), জাহিদুল ইসলাম মানিকের স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (৫০) এবং রেজাউল করিমের স্ত্রী রুমানা বেগম (২৭),।
আহত সাাংবাদিক জাকির হোসেন রনি উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ি গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে। তিনি শেরপুর হতে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল আঁড়াল অনুসন্ধানের সম্পাদক।
অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার সময় সাংবাদিক জাকির হোসেন রনির বাড়ির সামনে তাদের নিজস্ব খুলিতে রোদে শুকানোর জন‍্য খড় এবং ধান বিছানো ছিল। এমতাবস্থায় উল্লেখিত ১নং বিবাদী দাঙ্গা সৃষ্টির  উদ্দেশ্যে রোদে শুকোতে দেওয়া জাকির হোসেন রনিদের ধান এবং খড়ের উপর তাদের ধান এবং খড় বিছানো শুরু করে। এই ঘটনা জাকির হোসেন রনির মা বিউটি বেগম দেখার পর বিবাদীদের কাছে এগিয়ে এসে এর কারণ জানতে চায় এবং এহেন কাজ করতে নিষেধ করে।

এতেই রাগান্বিত হয়ে বিবাদীগণ একত্রিত হয়ে বিউটি বেগমকে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় বিউটি বেগমের ডাক চিৎকারে তার ছেলে সাংবাদিক জাকির হোসেন রনি বাড়ির ভেতর থেকে বাহিরে এলে কয়েকজন বিবাদী তাকে ধরে রাখে এবং ১নং বাবাদী তাকে কাঁড়োইল দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এসময় জাকির হোসেন রনি মাথায় প্রচন্ড আঘাত সহ গুরুতর জখম হয়। এমতাবস্থায় পাড়া প্রতিবেশী এগিয়ে এলে বিবাদীগণ বিভিন্ন রকমের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে  বিচার দাবী করেছেন জাতীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা