দুর্নীতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই-- দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ্

I want to fulfill my responsibility with the cooperation of all in controlling corruption - ACC Chairman Moinuddin Abdullah

দুর্নীতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই-- দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ্

I want to fulfill my responsibility with the cooperation of all in controlling corruption - ACC Chairman Moinuddin Abdullah

আতিকুল্লাহ আরেফিন রাসেলঃ

নিজ নিজ কর্মস্থলে সাফল্যের শীর্ষে থাকা দুই ব্যাক্তি।  তারা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার হিসেবে যোগদান করেছেন।  এদের একজন হলেন সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং কমিশনার হিসেবে যোগদান করেছে বি.টি.আর.সি-এর সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল হক। ধারাবাহিক অভিযানের মাধ্যমে দুদক যখন মানুষের স্বাভাবিক কল্পনাকে ছাড়িয়ে সফলতার সিঁড়ি বেয়ে সামনে এগিয়ে চলছে তখন এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় নতুন চেয়ারম্যান ও কমিশনারের আগমন এই গতিতে আরও ত্বরান্বিত করবে।

 দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সাংবাদিকদের  বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, দেশ আমরা সবাই চাই। দুর্নীতি বিরুদ্ধে আমরা সবাই একমত। কিন্তু তারপরও পৃথিবীর সবদেশে কম-বেশি দুর্নীতির প্রকোপ আছে। আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ। দুর্নীতি দমনে সুনির্দিষ্ট  আইন রয়েছে । বাংলাদেশ বিদ্যমান প্রতিটি আইন দুর্নীতিবিরোধী। চেষ্টা করবো দুর্নীতি বিরোধী এসব আইনের নিখুঁত ও নির্মোহ প্রয়োগ করতে। 

তিনি  আরো বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে কমিশন বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে আমরা কোনো কাজ করবো না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের  অনুসন্ধান বা তদন্তে দীর্ঘসূত্রতা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে। জনগণের আকাংখা অনুসারে দুর্নীতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে আমার আমাদের দায়িত্ব পালন করতে চাই। এক্ষেত্রে কৃষক থেকে শুরু করে গণমাধ্যমসহ সকলের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি।

বেসিক ব্যাংকের মামলার তদন্তে দীর্ঘসূত্রতা  নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমরা কেবল আজ এসেছি। কেন বা কি কারণে এসব মামলার তদন্ত বিলম্ব হচ্ছে তা আমাদের জানতে হবে। তারপর এসব বিষয়ে কথা বলা যাবে।

ক্রাইম ডায়রি /// জাতীয়