বিমানের সিট হতে লুকানো সোনা উদ্ধার

Hidden gold recovered from the seat of the plane

বিমানের সিট হতে লুকানো সোনা উদ্ধার

বিমানবন্দর সংবাদদাতাঃ

সোনা লুকিয়ে পাঁচার নতুন কিছু নয়।। অতি মাত্রার সতর্কতা অবলম্বন করেও কমেনি সোনা চোরাচালানিদের দৌড়াত্ব।সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বিজি-০২৮ ফ্লাইটটি আবুধাবি থেকে শুক্রবার সকালে ঢাকায় এসেছিল।  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণগুলোর ওজন ৭.৮৮৮ কেজি।  এর বাজারমূল্য আনুমানিক চার কোটি ৭৩ লাখ টাকারও বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।  পরে অক্টোবর  ২৩, ২০২০ইং সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ ফ্লাইটটির চারটি সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়।  জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে শুল্কবিভাগ।

ক্রাইম  ডায়রি // ক্রাইম