সরকারী কর্মকর্তা -কর্মচারীরা বরাদ্দকৃত বাসায় না থাকলে ভাতা পাবেননা

Government officials will not get allowance if they are not in the allotted house

সরকারী কর্মকর্তা -কর্মচারীরা বরাদ্দকৃত বাসায় না থাকলে ভাতা পাবেননা

শরীফা আক্তার স্বর্নাঃ 

 তিনি বলেন, কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী যদি বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকে তবে তাদের বেতন থেকে তার ভাড়া কেটে নেয়া হবে

সকল প্রকার দুর্নীতি, অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী যদি বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকে তবে তাদের বেতন থেকে তার ভাড়া কেটে নেয়া হবে। বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, সকল সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা বাসাতেই তাদের থাকতে হবে। বাসা বরাদ্দ নেবার পরও  যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসাভাড়া ভাতা আর পাবেন না। ডিসেম্বর ২২,২০২০ইং মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন।

একনেকের বৈঠক শেষ হবার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব  জনাব. আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে।  শিক্ষক, চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বাসা বানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারা সেসব বাসায় থাকেন না।  সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাসা ভাড়া পাওয়া যায়, তার চেয়ে কম টাকায় বাইরে বাসা নিয়ে থাকেন আর সরকারি বরাদ্দের টাকা ভোগ করেন। এ জন্য সরকারি টাকায় তৈরি বাসাগুলো অব্যবহৃত থাকার কারনে নষ্ট হয়ে যায়। এজন্য একনেকের এই সভায় বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন- যাদের নামে বাসা বরাদ্দ হবে,  তাদেরকে সেই বাসাতে থাকতেই হবে। না থাকলে বাড়িভাড়া বাবদ তারা যে ভাতা পান, তা পাবেন না। এই বিষয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

ক্রাইম ডায়রি // জাতীয়