অপরাধী পুলিশ হলেও ছাড় নেই-- স্বরাষ্ট্রমন্ত্রী
Criminal police but no exemption - Home Minister

বিশেষ প্রতিনিধিঃ
পরিবারের দশ সন্তান,হাতের পাঁচ আঙ্গুল যেমন এক হয়না তেমনি পুলিশের বিশাল পরিবারে দু'একজন দুষ্ট থাকবেনা তা কি করে বলা যায়। কারন এরাতো দেশের কোন না কোন পরিবারেরই সদস্য। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীকে নিয়ন্ত্রণ করে জনতার বন্ধু হিসেবে উপস্থাপনের প্রাণান্তকর চেষ্টা পুলিশ প্রশাসনের রয়েছে। এরই মাঝে দু'একজন অপরাধ করে বসে।। সাথে সাথে তাকে শাস্তির মুখোমুখি ও হতে হয়। পুলিশ বলেই ছাড় পায়না কেউ।। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যা মামলার প্রধান আসামি শনাক্ত হয়েছে। তাকে ধরার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। খুব শীঘ্রই আমরা তাকে ধরতে সমর্থ হব। অপরাধ করে কেউ পার পাচ্ছে না। পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না। শনিবার টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্বামান খান কামাল বলেন, আপনারা দু-একটি বিছিন্ন ঘটনার কথা বলেছেন। সেখানে পুলিশকে ছাড় দেয়া হয়নি। পুলিশ যেখানেই অন্যায় করেছে, আইন-শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের সবাইকেই আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমরা কাউকে ছাড় দেব না। সিলেটের আলোচিত ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন পুলিশকে জনতার বন্ধু হতে। সেই লক্ষ্যে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগানই হচ্ছে ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’। দেশে পুলিশের কার্যক্রম প্রশসংনীয় হয়েছে। বিশেষ করে, করোনায় আক্রান্তদের লাশ যখন স্বজনরা পর্যন্ত রাস্তায় ফেলে দিয়েছে তখন এই পুলিশই সেই লাশ উদ্ধার করে দাফন করেছে। এ দৃশ্য শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্ব দেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ বাহিনীতে বৃহৎ আকারের হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান। পুলিশের জন্য আধুনিক হাসপাতাল করা হয়েছে। করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছিল, নাজুক হয়েছিল সেখানে পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়েছে। পুলিশ হাসপাতাল মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করতে পারছে বলেও তিনি মন্তব্য করেন।
ক্রাইম ডায়রি //জাতীয়