আসছে করোনা ভ্যাকসিনঃ না জেনেই সমালোচনা করছেন নিন্দুকেরা

Corona vaccine is coming: critics are unknowingly criticizing

আসছে করোনা ভ্যাকসিনঃ না জেনেই সমালোচনা করছেন নিন্দুকেরা

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

 

  ২০২১ ইং সালের জানুয়ারি কিংবা  ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি  দেশে ভ্যাকসিন চলে আসবে। আগামী জুন-জুলাই মাসের মধ্যে  পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান শুরু হবে। এই ভ্যাকসিন মানুষের কাছে সুষ্ঠুভাবে বিতরণের জন্য সরকারের যথাযথ প্রস্তুতি নেয়া রয়েছে

করোনা ভাইরাস নিয়ে ভীতসন্ত্রস্ত বিশ্ববাসীর স্বপ্ন ছিল করোনা ভ্যাকসিন নিয়ে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আবিস্কৃত হয়েছে এই ভ্যাকসিন। জনগনের প্রত্যাশা ও বেঁচে থাকার উসিলা হিসেবে এই ভ্যাকসিনের জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে দেশবাসী। কিন্তু এটা নিয়ে আলোচনা- সমালোচনা কিংবা নিন্দার শেষ নেই। নিন্দুকেরা নিন্দা করলেও ভ্যাকসিন আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ভ্যাকসিন প্রদান নিয়ে সরকারের সমালোচনা করছে, তারা সঠিক তথ্য না জেনেই কথা বলছেন। তিনি জনগনকে উদ্দেশ্য করে বলেন,  ভ্যাকসিন প্রদানের জন্য আমাদের প্রশিক্ষিত জনবল রয়েছে, ভ্যাকসিন রাখার স্টোর প্রস্তুত করা হয়েছে, নির্দিষ্ট তাপমাত্রায় রাখার জন্য  কোল্ডবক্স ব্যবস্থাও  পাকাপোক্ত করা হয়েছে। কীভাবে ভ্যাকসিন দেয়া হবে তার জন্য একটি গাইডলাইনও প্রস্তুত রয়েছে।  ২০২১ ইং সালের জানুয়ারি কিংবা  ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি  দেশে ভ্যাকসিন চলে আসবে। আগামী জুন-জুলাই মাসের মধ্যে  পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান শুরু হবে। এই ভ্যাকসিন মানুষের কাছে সুষ্ঠুভাবে বিতরণের জন্য সরকারের যথাযথ প্রস্তুতি নেয়া রয়েছে।২৯ ডিসেম্বর,২০২০ইং রোববার রাজধানীর মহাখালী ঔষধ প্রশাসন অধিদফতরে ২টি ভ্যাক্সিন ল্যাব পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেছেন।

১৮ বছরের নিচে, অন্তঃসত্ত্বা নারী ও বিদেশে থাকা নাগরিকদের পরিসংখ্যান উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৮ বছরের নিচে রয়েছে প্রায় ৩৭ ভাগ মানুষ, ৩০ লাখের মতো নারী অন্তঃসত্ত্বা এবং প্রায় কোটি মানুষ বিদেশে থাকায় অক্সফোর্ড ও কোভ্যাক্স ভ্যাকসিন দিয়ে দেশের প্রায় সব মানুষেরই ভ্যাকসিন পাবেন। তবে ভ্যাকসিন পাবেন বলে মাস্ক পড়া বন্ধ করা যাবেনা।  অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। 

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নোটঃ সকল প্রকার অনিয়ম ও অপরাধের খবর জানাতে এবং জানতে ক্রাইম ডায়রির সাথেই থাকুন। ভিজিট করুন আমাদের সকল নিউজ সাইটে। পত্রিকার জন্য হকারকে বলুন।।

ক্রাইম ডায়রি //জাতীয়