রাজধানীতে টাকার বিনিময়ে করোনার টিকাঃ আটক ১
যেখানে মানুষের জীবন মরনের প্রশ্ন সেখানে টিকা নিয়েও জালিয়াতি করে এরা। Corona vaccine for money in the capital: Detention 1
Corona vaccine for money in the capital: Detention 1
রাজধানীতে টাকার বিনিময়ে করোনার টিকা প্রদানের অভিযোগ একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, রাজধানীর উত্তরায় অবৈধভাবে টাকার বিনিময়ে করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিকে এক ব্যক্তিকে আটক করার পর মামলা দায়ের করেছে পুলিশ। আগষ্ট ১৮ , ২০২১ইং বুধবার রাজধানীর দক্ষিণখান এলাকায় 'দরিদ্র পরিবার সেবা' নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে বিজয়কৃষ্ণ তালুকদার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় ওই ক্লিনিক এবং অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে মডার্না টিকার ২০টি খালি বাক্স ও ২টি টিকার অ্যাম্পুল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
টিকার একেকটি বক্সে সাধারণ টিকার ১০টি অ্যাম্পুল থাকে। সে হিসেবে উদ্ধারকৃত বাক্সে অন্তত ২০০ অ্যাম্পুল ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তি পুলিশের কাছে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন।
দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দুটি অ্যাম্পুলের মধ্যে একটি খালি অবস্থায় ক্লিনিক থেকে এবং আরেকটি আংশিক পূর্ণ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। টিকার একেকটি বক্সে সাধারণ টিকার ১০টি অ্যাম্পুল থাকে। সে হিসেবে উদ্ধারকৃত বাক্সে অন্তত ২০০ অ্যাম্পুল ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তি পুলিশের কাছে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া সাম্প্রতিক গণটিকা কর্মসূচির আওতায় তিনি উত্তরার একটি টিকা কেন্দ্রে টিকা দিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ বলছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে এই ক্লিনিকে অবৈধভাবে প্রতি ডোজ ৫০০ টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। এমন খবর পেয়েই পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে ওই ক্লিনিকে যান এবং টিকা কেনার কথা জানান। অভিযুক্ত ব্যক্তি প্রথমে টাকার বিনিময়ে টিকা দিতে রাজি হলেও পরে মত বদলান। এরপর পুলিশের সন্দেহ হলে রাতে ওই ক্লিনিক ও তার বাসায় অভিযান চালানো হয় এবং টিকার বাক্স ও অ্যাম্পুল উদ্ধারের কথা জানানো হয়। ইতোমধ্যে তারা এমন তিনজনের খবর পাওয়া গেছে যারা ওই ক্লিনিকে টাকার বিনিময়ে টিকা দিয়েছেন।
ওই ক্লিনিক কোথা থেকে মডার্নার টিকা পেয়েছে, এ পর্যন্ত কয়জন টাকার বিনিময়ে টিকা নিয়েছেন, এর পেছনে আর কারা জড়িত তা জানতে অভিযুক্ত ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযান এখনো চলছে। পুলিশের ধারণা করছে, গণটিকা কর্মসূচির সময় টিকার এম্পুল চুরি করে অবৈধভাবে সরিয়ে এই ক্লিনিকে আনা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ক্রাইম ডায়রি// রাজধানী/ক্রাইম