কলেজছাত্রীকে অনলাইনে ব্ল্যাকমেইল,সিটিটিসি'র হাতে গ্রেফতার ১

সিটিটিসি'র কঠোর নজরদারি সাইবার অপরাধীদের ভিত নাড়িয়ে দিয়েছে।।। অনলাইনে অপরাধ করে পার পাওয়া এখন অত সহজ নয়। সিটিটিসি'র নজরদারিতে রয়েছে দেশের অনলাইন জগত।

কলেজছাত্রীকে অনলাইনে ব্ল্যাকমেইল,সিটিটিসি'র হাতে গ্রেফতার ১

 

সিটিটিসি'র কঠোর নজরদারি সাইবার অপরাধীদের ভিত নাড়িয়ে দিয়েছে।।।
 অনলাইনে অপরাধ করে পার পাওয়া এখন অত সহজ নয়। সিটিটিসি'র নজরদারিতে রয়েছে দেশের অনলাইন জগত

ক্রাইম ডায়রি ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের একটি গর্বিত ইউনিটের নাম সাইবার সিকিউরিটি টিম। সময়ের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বাহিনী হিসেবে একের পর এক সাফল্য অর্জন করে যাচ্ছে এই বাহিনী। সারাদেশে অনলাইন জগতে কঠোর নজরদারির পাশাপাশি অভিযোগ পেলে সাথে সাথে একশনে গিয়ে সফলতা অর্জন করে জনগনের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে তারা। সম্প্রতি কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করায় অভিযোগের ভিত্তিতে একজনকে  গ্রেফতার করেছে তারা।

জানা গেছে,  বেশ কিছু দিন ধরে একটি ফেক ফেসবুক আইডি রাজধানীর একটি নাম করা কলেজের বৃত্তি প্রাপ্ত একজন কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করে তিন দফায় টাকায় আদায় করেছিল। এরপরেও দুষ্কৃতীকারী ক্ষান্ত না হয়ে মানসিক নির্যাতন চালিয়ে গেলে ভুক্তভোগীর পিতা মামলা করে সিটি-সাইবার কে অবগত করলে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম দুষ্কৃতীকারী পিয়াশ (২১) কে শনাক্ত করে ঢাকার ওয়ারি থেকে গ্রেফতার করে।

বিজ্ঞ আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বলে  সাইবার সিকিউরিটি ইউনিট সুত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা