ইশরাককে মেয়র ঘোষণার দাবীতে অবরুদ্ধ নগর ভবন

জনতার ভোটে নির্বাচিত মেয়র ইশরাককে মেয়র ঘোষণার দাবীতে নগর ভবন অবরুদ্ধ করা হয়েছে।

ইশরাককে মেয়র ঘোষণার দাবীতে অবরুদ্ধ নগর ভবন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।

মো: হুমায়ুন কবির:
 জনতার ভোটে নির্বাচিত মেয়র ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে।  ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা নগর ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন।  আন্দোলনের কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি।

সকাল থেকেই ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। নগর ভবনের মূল ফটক, আশপাশের রাস্তা এবং প্রবেশপথে অবস্থান নেওয়ার কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেবা প্রত্যাশীরা নগর ভবন থেকে ফিরে যাচ্ছেন। অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসে প্রবেশ করতে পারছেন না।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জনতার ভোটে নির্বাচিত হলেও রাতের ভোটের স্বৈরাচারেরা প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত দেখায়। এর ফলে স্বৈরাচার এর ডান হাত শেখ ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচিত হন এবং ইশরাক হোসেনকে নানা ধরনের জুলুমের শিকার হতে হয়।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজধানী