রাজধানী মাতুয়াইলে বিএসটিআইয়ের অভিযানঃ ফ্যাক্টরী সিলগালা ও পণ্য জব্দ

BSTI raids in the capital Matuail: Factory seals and seizure of goods

রাজধানী মাতুয়াইলে বিএসটিআইয়ের অভিযানঃ ফ্যাক্টরী সিলগালা ও পণ্য জব্দ
রাজধানী মাতুয়াইলে বিএসটিআইয়ের অভিযানঃ ফ্যাক্টরী সিলগালা ও পণ্য জব্দ

 

বিএসটিআইয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর ডেমরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। সংবাদদাতাঃ

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর ডেমরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে খায়ের এন্টারপ্রাইজ, মাতুয়াইল, মাজার রোড, দক্ষিণপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ও অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে বিভিন্ন জাম্বু, মক্কা, জেআরএস ব্রান্ডের মশার কয়েল তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় কারখানার প্রতিনিধি শেখ শহিদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক  ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

 উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ শরীফ হোসেন, পরীক্ষক (টেক্স) অংশগ্রহণ করেন। জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কারখাটি সীলগালা করেন। অবৈধভাবে উৎপাদনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে বিএসটিআইয়ের এমন অভিযান অব্যহত থাকবে বলে বিএসটিআই  সুত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // বিএসটিআই বিট// আদালত