পাবনায় অবৈধ কসমেটিকস বিক্রিঃ বিএসটিআইয়ের অভিযান

BSTI raids illegal cosmetics in Pabna

পাবনায় অবৈধ কসমেটিকস বিক্রিঃ বিএসটিআইয়ের অভিযান

প্রকৌশলী জুনায়েদ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশে ভেজাল ও অবৈধ ভোগ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহীর যৌথ উদ্যোগে পাবনা বড় বাজার এলাকায় দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আমদানিকৃত স্কিন ক্রীম, স্কিন লোশন, শ্যাম্পু, বডি স্প্রে বিক্রয় বিতরণ করায় মেসার্স মোল্লা গিফট কর্নার, মেসার্স আনিস স্টোর, মেসার্স সাগর স্টোরকে যথাক্রমে ২০০০০/-, ১৫০০০/-  ও ১০০০০/- এবং পণ্যের গায়ে মুল্য লিখা না থাকায় মিলন স্টোর ও নাজমুল স্টোরকে যথাক্রমে ৩০০০/- ও ১০০০০/- জরিমানা করা হয়।

জনগনের দাবী ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিেস্ট্রট জনাব খোন্দকার মাহমুদুল হাসান। এসময় তাকে সহযোগীতার  করেন জনাব সাজ্জাত হোসেন ও জনা বায়েজিদ বিন আকন্দ এবং  রাজশাহী  বিএসটিআই এর চৌকস  কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম ও মোঃ আজিজুল হাকিম। জনগনের স্বাস্থ্য নিরাপত্তা ও ভোক্তাদের অধিকার সংরক্ষণে ভবিষ্যতে এমন অভিযান  অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী বি এস টি আই।

ক্রাইম ডায়রি /// আদালত