দিন দুপুরে ফিল্মি ষ্টাইলে পিস্তল ঠেকিয়ে ব্যাংক লুঠ

Bank robbery by stopping the pistol in filmy style at noon

দিন দুপুরে ফিল্মি ষ্টাইলে পিস্তল ঠেকিয়ে ব্যাংক লুঠ

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ

দিন দুপুরে অস্ত্র  ঠেকিয়ে টাকা লুঠ তাও আবার সোনালী ব্যাংকের মতো একটি ব্যস্ততম ব্যাংকে। সিনেমার কাহিনীর মতো সেই ঘটনা এবার বাস্তবে ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের একটি শাখায়।  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এখানেই। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাড়ে আট লাখ টাকা লুটে নিয়ে গেছে। উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র  ও ব্যাংক ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন,  জীবননগর উপজেলার উথলী সোনালী ব্যাংকের শাখায় নভেম্বর ১৫,২০২০ইং রবিবার দুপুরে হেলমেট মাথায় দেয়া তিনজন দুর্বৃত্ত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। তারা প্রথমে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। পরে একে একে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর মাথায় পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে রাখে।

তিনি জানান, দুর্বৃত্তরা ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চায় টাকা কোথায় আছে? এরপর অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্যাংক থেকে নগদ প্রায় সাড়ে আট লাখ টাকা লুট করে মোটরসাইকেলযোগে চলে যায়। পরে জীবননগর থানা পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসে।

জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রাসেল  সাংবাদিকদের জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের কাছে থেকে বিস্তারিত শুনলাম। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।। খুব দ্রুততার সাথে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ক্রাইম  ডায়রি /// ক্রাইম