লক্ষীপুরের রামগতিতে দুদকের অভিযানঃ কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ACC's operation at Ramgati in Laxmipur: Allegations of irregularities in the job creation project

লক্ষীপুরের রামগতিতে দুদকের অভিযানঃ কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুদক এনফোর্সমেন্ট ইউনিট লক্ষ্মীপুরের রামগতিতে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুদক এনফোর্সমেন্ট ইউনিট লক্ষ্মীপুরের রামগতিতে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে।  দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ এর নেতৃত্বে আজ (২৬-০১-২০২১ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক এনফোর্সমেন্ট টিম রামগতি উপজেলার চরগাজী, চরপোড়াগাছা বড়খেরী, চরআব্দুল্লাহ, চররমিজ, চর আলেকজান্ডার, চরআলগী ও চরবাদাম ইউনিয়ন পরিদর্শন করে। টিম জানতে পারে, ২০২০-২১ অর্থবছরে রামগতি উপজেলায় গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে প্রতিদিন ১৬২২ হারে ৪০ দিনে ৬৪৮৮০ জন শ্রমিকের বিপরীতে ১ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেয়া সরকার। কাগজে-কলমে ১৬২২ জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত থাকলেও প্রকৃত শ্রমিকরা মজুরি পেয়েছেন কিনা সে বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহের তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করে দুদক টিম। দুদক সুত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম। সারাদেশে এমন অভিযান অব্যহত থাকবে বলে দুদক সুত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি// ক্রাইম