কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে

A group of terrorists has been accused of holding a public exercise in Comilla

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে কুমিল্লার চান্দিনা এলাকায়। এনিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদও আসছে। ঘটনা সুত্রে জানা গেছে, দিবালোকে প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে চান্দিনা বাজারসহ আশপাশের এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, অস্ত্রের মহড়া দিয়ে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি করার পরিবেশ তৈরি করছে এসব সন্ত্রাসীরা।

কুমিল্লা সংবাদদাতাঃ

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে কুমিল্লার চান্দিনা এলাকায়। এনিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদও আসছে। ঘটনা সুত্রে জানা গেছে, দিবালোকে প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে চান্দিনা বাজারসহ আশপাশের এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, অস্ত্রের মহড়া দিয়ে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি করার পরিবেশ তৈরি করছে এসব সন্ত্রাসীরা।

এক সপ্তাহের মধ্যে এমন কয়েকটি অস্ত্রের মহড়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মাঝে পুলিশ বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধারও করেছে। এদিকে চান্দিনা উপজেলা সদরে প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব সন্ত্রাসীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। ওই নেতার শেল্টারেই এলাকায় মাদকসহ আগ্নেয়াস্ত্রের আনাগোনা বাড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীসহ সচেতন মহলের।  

গভীর অনুসন্ধানে জানা গেছে, সদ্যসমাপ্ত পৌর নির্বাচনের পর বেশ কয়েকটি অস্ত্রের মহড়ার ঘটনায় চান্দিনা বাজারের ব্যবসায়ী তথা জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। পৌর এলাকার হারং গ্রামের জামশেদের ছেলে রাকিব হাসান অস্ত্র হাতে নিয়ে এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছে। দুই হাতে অস্ত্র নিয়ে ছবি তুলে এই সন্ত্রাসী তার সহযোগীদের দিয়ে তা ফেসবুকে আপলোড করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এসব ছবি দেখেও রাজনৈতিক শেল্টারে থাকার কারণে তাকে গ্রেফতার করছে না পুলিশ- এমনটাই অভিযোগ এলাকার লোকজনের। 
গত ১৮ জানুয়ারি পৌরসভার মহাড়ং এলাকায় এক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর এলাকায় অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করে তানভীর আহমেদ ভূইয়া নামের এক সন্ত্রাসী। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ সাংবাদিকদের   জানান,  আটক তানভীরের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তিতাস থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক কিছুতেই ছাড় দেয়া হবে না। অবৈধ অস্ত্র যার কাছেই পাওয়া যাবে তাকেই আটক করে আইনের আওতায় আনা হবে। জনমনে ভীতি সৃষ্টি কিংবা প্রভাব বিস্তারসহ চাঁদাবাজি করতে কাউকে সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জনসাধারনকে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে সহযোগীতার আহবান জানান।

ক্রাইম ডায়রি//ক্রাইম