ডিমলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

A coordination meeting was held in Dimla on what to do to prevent violence against women and girls

ডিমলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

A coordination meeting was held in Dimla on what to do to prevent violence against women and girls

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর ডিমলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের করনীয় বিষয়ে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।নীলফামারী পল্লীশ্রী'র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে বুধবার(৮ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও পল্লীশ্রী এসডব্লিউজিআরসিএস প্রকল্পের সমন্বনকারী তাইবাতুন নেহার প্রীতির সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান রাজু, ওসি(তদন্ত)বিশ্বদেব রায় , পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সাংবাদিক মহিনুল ইসলাম সুজন,খালিশা চাপানী ইউনিয়নের কিশোরী দলের সদস্য তাছলিমা আক্তার কেমি,ঝুনাগাছ চাপানী ইউনিয়নের পল্লী চিকিৎসক আলতাব হোসেন প্রমূখ।এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,এসডব্লিউজিআরসিএস প্রকল্পের কর্মী লাভলী আক্তার,মাসুদা পারভীন,রাশিদা আক্তার, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ক্রাইম ডায়রি// জেলা