আরিফুল ইসলাম কাইয়ুমঃঃ
রাজধানীর শাহআলীতে একজন ভূয়া সিনিয়র সহঃ সচিব পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ টিম। পুলিশ হেডকোয়ার্টার সুত্রে জানা গেছে, ১৭ নভেম্বর রাত প্রায় পৌনে বার টার সময় জনাব বিশেষ পুলিশ সুপার ঢাকা মেট্রো-পূর্ব জনাব কানিজ ফাতেেমা এর নির্দেশে ও সার্বিক তত্ত্ববধানে, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ ইকবাল হোসেন, ডেমরা ইউনিট, ঢাকা মেট্রো-পূর্ব, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকার নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক, মোঃ মাইন উদ্দিন খান ফোর্সসহ পল্টন (ডিএমপি) থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০১৯ খ্রিঃ ধারা-১৭০/৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোড এর মামলায় বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কথিত ভূয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব পরিচয় ধারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য- মোঃ আবুল কালাম আজাদ (৩৫) কেে আটক
করেছে। সে সাতক্ষীরার ধুলিহর এলাকার সোহেল উদ্দীন এর ছেলে। রাজধানীর উত্তর বিশিল স্বর্ণালি টাওয়ায়ের ৫ম তলায় সে ভাড়া থাকতো। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা গেছে, সে সাধারন মানুষের নিকট নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব পরিচয় প্রদান করে সু-শৃঙ্খল বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব-ইন্সপেক্টর পদে চাকুরি দেয়াসহ বাংলাদেশের বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেয়ার কথা বলে টাকা নিত। সে এই মামলার বাদীর নিকট থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা আত্মসাৎসহ বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমান টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বাংলাদেশ পুলিশসহ সরকারী বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে। মামলাটি তদন্তপূর্বক প্রতারক চক্রের সকল সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ক্রাইম ডায়রি//ক্রাইম//অপরাধ জগত