মিয়া মোহাম্মদ হেলাল, যুক্তরাজ্য প্রবাসী, ক্রাইম ডায়রির বিশেষ প্রতিনিধিঃ
কুখ্যাত নিয়াজির ভাতিজা ইমরান খান নিয়াজির এদেশীয় তথাকথিত মুসলিম সিপাহীরা ভারত কোথাও মলমূত্র ত্যাগ করলে সেখানে গিয়েও গন্ধ খুঁজতে শুরু করে। আর যদি সামান্যতম গন্ধ পায় তাহলে সেই গন্ধকে গুজবের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এটা অবশ্য তাদের রাজনৈতিক পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পাওয়া। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সীমান্তের একটি মূল ঘটনাকে আড়াল করে তেমনি ভাবে গুজব ছড়িয়ে সবার মাঝে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। অথচ মূল ঘটনা হলো-
বৃহস্পতিবার সকালে কুমিল্লার আশাবাড়ি সীমান্ত এলাকায় জলিল ও হাবিল নামে দুই মাদক কারবারিকে ধরতে ছদ্মবেশে তাদের কাছ থেকে মাদক কিনতে যান র্যাবের দুই নারী সোর্স। জলিল ও হাবিব মাদক বিক্রির কথা জানিয়ে দুই নারী সোর্সকে সীমান্তের ওপারে নিজেদের বাড়িতে নিয়ে যান। এদিকে খবর পেয়ে অপেক্ষামান র্যাব সদস্যরা ভারতের সীমানায় ঢুকে জলিল ও হাবিলকে আটকের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এবং মাদক কারবারিরা র্যাবের তিন সদস্য এবং দুই নারী সোর্সকে মারধর করেন। পরে সকাল নয়টার দিকে বিএসএফ তাদের আটক করে। তাদের ফেরাতে তৎপরতা শুরু করে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দীর্ঘ আলোচনার পর বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের ফেরত আনা হয়।
এটা নিয়ে শুরু হয় গুজব।।।অবশ্য এটা নিয়ে গুজব প্রচারকারীদের দোষ দিয়ে লাভ নেই। জন্মই যাদের আজন্ম পাপ।গুজবইতো তাদের হাতিয়ার। গুজবকারীরা গুজব ছড়াবে।চোর চুরি করবে,এটাই স্বাভাবিক।। ঠেকাবে পুলিশ প্রশাসন। চোর৷ ধরবে,,বিচারের আওতায় আনবে পুলিশ বাহিনী।তাদের পরিচালক তথা কর্তা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। তারা ব্যর্থ হলে তার দায়ভার তার কাঁধেই বর্তায়। । এটাই স্বতঃসিদ্ধ কথা।। ঠিক তেমনি গুজব ছড়ানো হচ্ছে ইলেকট্রনিকস মাধ্যমে। সামাজিক মাধ্যমে–ফেসবুক,টুইটার ইত্যাদি ইত্যাদি। সেগুলো পরিচালনার জন্য সরকারের নির্দিষ্ট বিভাগ আছে।। তাদেরই দায়িত্ব সেই মাধ্যমের গুজব ঠেকানোর ব্যবস্থা নেয়া।। বিদ্যুতে গোলযোগ দেখা দিলে সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। গ্যাস লাইনে প্রবলেম হলে সেন্ট্রালি কন্ট্রোল হয়। সব বিষয়েই সেন্ট্রালি কন্ট্রোল হচ্ছে। কিন্তুু সামাজিক মাধ্যমে বার বার গুজব ছড়ানো হচ্ছে। বার বার দেশকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু, গুজব নিয়ন্ত্রনে; গুজব ছড়ানোর মাধ্যমগুলোকে কন্ট্রোলের কি ব্যবস্থা নেয়া হচ্ছে তা জাতি জানতে চায়।।। নাকি যারা দায়িত্বে আছেন তারা ব্যর্থ হচ্ছেন।। হলে; এর দায়ভার কে নিবে, তা স্পষ্ট করা এখন সময়ের সবচেয়ে জরুরী দাবী।।
(লেখক, যুক্তরাজ্য প্রবাসী-মুক্তচিন্তার মূর্তপ্রতীক,দেশপ্রেমিক, আওয়ামী অনলাইন এক্টিভিস্ট, আওয়ামীলীগ গবেষক, বঙ্গবন্ধু ও শেখহাসিনার সূর্য সৈনিক।।।)