কোন অপরাধীই ছাড় পাবেনা--ডিএমপি কমিশনার

কোন অপরাধীই ছাড় পাবেনা--ডিএমপি কমিশনার

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘অপরাধী যেই হোক না কেন, পুলিশ তাকে আইনের আওতায় আনবেই। কোনো ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএমপি।’

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)-এর কার্যালয়ের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায় সে বিষয় চিন্তা করে কাজ করে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ নং বংশাল রোডস্থ লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার এর পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে।

ক্রাইম ডায়রি// রাজধানী